দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে গিয়ে দেশের গণতন্ত্রকে বিপন্ন করছেন মোদী – দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস। তবে শুধু মোদী সরকার নয়, এদিন নিজের বক্তব্যে আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলির বিরুদ্ধেও তোপ দাগেন জর্জ সোরোস।
শুক্রবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে পরিবেশের বিপন্নতা ও বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে বক্তব্য রাখেন সোরোস। তিনি বলেন, ‛মোদী সরকার ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কাশ্মীরের মতো জায়গায় লাখ লাখ মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে। এভাবে আদতে ভারতের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন মোদী।’
আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলির বিরুদ্ধে তোপ দেগে সোরোস বলেন, এমন সময় আসতে চলেছে, যেখানে আমেরিকা ও চিন গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট জি শিংফিং বিশ্বজুড়ে একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিচ্ছেন। এই পরিস্থিতি পৃথিবীর পক্ষে ভাল নয় বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এই মার্কিন ধনকুবের।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন