দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মণিপুর পুলিশ। সূত্রের খবর, এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার একটি সত্যতা যাচাইকারী দলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশের অভিযোগে, এডিটরস গিল্ড অব ইন্ডিয়া একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে মণিপুরের চলমান পরিস্থিতি তুলে ধরা হয়েছে। কিন্তু রিপোর্টে বলা হয়েছে যে, সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
রিপোর্টে সরকারকে দুর্বল এবং অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ। এই রিপোর্ট জনসাধারণের মধ্যে উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা পুলিশের। এডিটরস গিল্ডের অভিযোগ, নিরপেক্ষ সাংবাদিকতাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমালোচকরা বলছেন যে, এই ধরনের পদক্ষেপ সরকারের সমালোচনাকে দমিয়ে দেওয়ার লক্ষ্যে নেওয়া হচ্ছে।