Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভেঙে দেওয়া হল ‛ভারতরত্ন’ বিসমিল্লা খানের বাড়ি, প্রশ্নের মুখে যোগী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতরত্ন উস্তাদ বিসমিল্লা খানের ১৪তম মৃত্যুবার্ষিকী দিবসের আগেই তাঁর বাড়ির একাংশ ভেঙে ফেললেন আত্মীয়রা। হাদহা সরাইয়ের ওই বাড়ির দোতলায় তিনি প্রতিদিন রেওয়াজ করতেন।

অভিযোগ, উস্তাদজির রেওয়াজের ঘরটি বর্তমানে ধ্বংসস্তপূপে পরিণত হয়েছে। দোতলা বাড়ির ওপরের অংশটি ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির সদস্যদের কথায়, ওই বাড়িটি ভেঙে একটি বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হবে।

২০০৬ সালে ওস্তাদ বিসমিল্লা খান মারা যাওয়ার পর তাঁর শিষ্য ও ভক্তরা ওই বাড়িটিকে একটি মিউজিয়াম করার আবেদন জানিয়েছিলেন। উস্তাদের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হোক, তাতে প্রদর্শিত হোক বিসমিল্লার বিভিন্ন স্মারক- এই ছিল দাবি। কিন্তু এতদিনে কেউই এ বিষেয় এগিয়ে আসেননি। না রাজ্য সরকার, না কেন্দ্রীয় সরকার।

 

Leave a Reply

error: Content is protected !!