Sunday, November 24, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হিংসায় মদত জোগাতে সাম্প্রদায়িক উষ্কানিমূলক পোস্ট, সোনারপুরে গ্রেফতার বিজেপি কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট মিটে গিয়েছে৷ নতুন সরকারের মন্ত্রীরা শপথও নিয়ে নিয়ে নিলেন ৷ কিন্তু, অব্যাহত ভোট পরবর্তী হিংসা ৷ কখনও হিংসায় মদত জোগাচ্ছে উষ্কানিমূলক মন্তব্য ৷ কখন আলটপকা কথা ৷ কখনও আবার সাম্প্রদায়িক মন্তব্য ৷

আর কোভিড পরিস্থিতিতে যখন মানুষ ঘরে নিজেকে বন্দি করে রেখেছেন, তখন অনেক ক্ষেত্রে হিংসা ছড়ানোর জন্য বেছে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াকে৷ দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে উষ্কানিমূলক মন্তব্যের অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ ৷ মধ্য কুড়ির ওই যুবকের বিরুদ্ধে অভিযোগে, তিনি সাম্প্রদায়িক উষ্কানিমূলক পোস্ট করেছেন ৷ শ্যামল দাস নামে ওই যুবক এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলেই পরিচিত ৷

আজ সকালে সোনারপুরের ঘাসিয়াড়ার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে। তার জলের ব্যবসা আছে বলে জানা গিয়েছে। তাকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু, কেন এমন পোস্ট সে করেছে, তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয় ৷ বিজেপির তরফেও কোনও মন্তব্য করা হচ্ছে না ৷

জেলা বিজেপির দাবি, যদি ওই যুবক উষ্কানিমূলক কোনও কাজ করে থাকে তাহলে সরকারের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ৷ একই সঙ্গে গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে, ভোট পরবর্তী সময় তৃণমূল বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে ৷ তাদের বদনাম করার চেষ্টা করছে ৷ বিজেপি কোনও দিনেই উষ্কানিমূলক কাজকর্মেক প্রশ্রয় দেয় না ৷ এ কাজ এক মাত্র তৃণমূল কংগ্রেসের ৷

 

Leave a Reply

error: Content is protected !!