Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

পোলিং বুথ বসানো নিয়ে ঝগড়া, তৃণমূল কর্মীর হাত কামড়ে দিল বিজেপি কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পোলিং বুথ বসানো নিয়ে ঝগড়ার জেরে এক তৃণমূল কর্মীর হাত কামড়ে দিল এক বিজেপি কর্মী। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম মানিক মহাপাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে। তৃণমূলের অভিযোগ, ভোট চলাকালীন স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পোলিং বুথ খুলেছিল বিজেপি। তারই প্রতিবাদ করেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করতেই পাল্টা চড়াও হন বিজেপি কর্মীরা।

এখন পোলিং বুথের সামনে নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন সাবিত্রী মহাপাত্র। তাঁর উপরে প্রথমে চড়াও হন বিজেপি কর্মী সমর্থকেরা। তখন তাঁদের বাঁচাতে ছুটে আসেন তৃণমূল সমর্থক মানিক মহাপাত্র। অভিযোগ, এরপরই তাঁকে কামড়ে দেন এক বিজেপি সমর্থক। কামড়ের চোটে হাতে ক্ষত হয় মানিক মহাপাত্রের। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় নয়াগ্রাম মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কমিশনের কর্তারা এবং আধাসেনা জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি প্রথম দফায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলেও জানিয়েছে কমিশন।

Leave a Reply

error: Content is protected !!