Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শিক্ষা বিরোধী বিজেপি! সমস্ত সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে হরিয়ানার সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ১০৫৭ সরকারি স্কুল বন্ধ হতে চলেছে হরিয়ানায়। এরমধ্যে আছে ৭৪৩ প্রাথমিক বিদ্যালয় এবং ৩১৪ উচ্চ প্রাথমিক বিদ্যালয়। বুধবার এই খবর উদ্ধৃত করে একটুইট বার্তায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, ‘ সবকিছু বন্ধ করে দেব , সবকিছু বিক্রি করে দেব। এরা কি শুধু বন্ধ করতেই পারে নাকি নতুন কিছু তৈরি করতেও পারে ? খট্টর সরকারের এরকম তুঘলকি আচরণ এটাই প্রমাণ। করে যে বিজেপি – জেজেপি কতটা শিক্ষা বিরােধী সরকার।

এদিনের টুইটের সঙ্গে রাহুল গান্ধি যেসংবাদপত্রের উদ্ধৃতি দিয়েছেন সেই রিপাের্ট অনুসারে উক্ত ১০৫৭ বিদ্যালয়ে ১৩০৪ জন জেবিটি শিক্ষক , ১৬৭ জন প্রধান শিক্ষক এক ৭৬৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষক আছেন। এদের অন্য স্কুলে বদলি করা হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলের ছাত্রদের এক কিলােমিটারে মধ্যে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। হরিয়ানা সরকারের শিক্ষা দপ্তরের বক্তব্য অনুসারে এই ১০৫৭ টি স্কুল সরকারি শর্ত পুরন করতে পারেনি।

যদিও এই বিষয়ে হরিয়ানা সরকারের শিক্ষামন্ত্রকের বক্তব্য বন্ধ হতে চলা ১০৫৭ স্কুলের মধ্যে ৯১ টি প্রাথমিক স্কুলে ৫ জনের বেশি ছাত্র নেই। ১২০ টি স্কুলে ছাত্র সংখ্যা ১০ – এর কম । ২০৪ প্রাথমিক স্কুলে ১১ থেকে ১৫ জন ছাত্র , ১৮০ টি স্কুলে ১৬ থেকে ২০ জন ছাত্র এবং ১৪৮ টি স্কুলে ছাত্র সংখ্যা ২১ থেকে ২৫ – এর মধ্যে । এছাড়াও ৫০ টি উচ্চ প্রাথমিক স্কুলে ৫ জনেরকম ছাত্র , ৫৪ টি স্কুলে ১১ থেকে ১৫ জন ছাত্র , ৮৯ টি স্কুলে ১৬ থেকে ২০ জন ছাত্র এবং ১০১ টি উচ্চ প্রাথমিক স্কুলে ২১ থেকে ২৫ জন ছাত্র । অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে হরিয়ানা সরকারের পরিসংখ্যান অনুসারে এই বছরেই হরিয়ানায় সরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে দেড় লক্ষের বেশি ।

Leave a Reply

error: Content is protected !!