দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তেলেঙ্গানায় পুরসভা নির্বাচনে উড়ে গেল বিজেপি ও কংগ্রেস উভয়েই। কেসিআরের গড়ে কেউই দাঁত ফোটাতে পারল না। ক্লিন সুইপ করে বেরিয়ে গেল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। কেসিআরের ভোট পরিকল্পনার কাছে ৯টি পুরনিগম ও ১২০টি পুরসভা ভোটে বিজেপি ও কংগ্রেস উভয়েই লিলিপুটে পরিণত হল।
১২৯টি পুরসভা ও পুরনিগমের ভোটে বিজেপি ও কংগ্রেসকে ধরাশায়ী করেছে কেসিআরের দল। বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস ও বিজেপি খুব একটা প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টিআরএস পুরসভার ১৬০০ ওয়ার্ডের মধ্যে একাই ৯০০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ২৫০ ওয়ার্ডে এবং বিজেপি ১১৫ ওয়ার্ডে বিজয়ী হয়েছে।
এছাড়া মিম, সিপিএম, সিপিআই, তেলেগু দেশম পার্টি ও অন্যান্যরা বেশ কিছু আসনে জয়ী হয়েছে। ১০টি পুরনিগমের মধ্যে ৯টির ফলাফল প্রকাশ হয়েছে। ৯টির মধ্যে ৮টিই পেয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। আর বাকিটি পেয়েছে বিজেপি। কংগ্রেস, তেলেগু দেশম পার্টি পা মিম কোনও পুরনিগম দখল করতে পারেনি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন