দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি ও রাজ্যপাল মিলে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রশাসন প্রশাসনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। কিন্তু রাজ্যপাল, রাজভবন এবং বিজেপি, একত্রিত হয়ে যেভাবে এ রাজ্যের গরিমাকে আঘাত করছে, শিখ সম্প্রদায়ের মানুষ তা পছন্দ করবে না। তৃণমূল কংগ্রেসের তরফে বলতে চাই রাজ ভবনে বসে রাজ্যপালের চেয়ারকে অপমানিত করা যাবে না। এ রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না।”