দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরকিত্ব আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে একের পর এক পদযাত্রায় অংশ নিচ্ছেন। পাল্টা এবার পথে নামছে বিজেপিও। সূত্রের খবর, মানুষকে নাগরিকত্ব আইন বোঝাতে বাড়ি বাড়ি যাবেন বিজেপির প্রায় ৩০ হাজার বিস্তারক। জানুয়ারি মাস থেকেই বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি শুরু করবে বিজেপি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে মানুষকে সঠিক বার্তা দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি। জে পি নাড্ডার নেতৃত্বে কলকাতায় অভিনন্দন যাত্রা করেছে বিজেপি। এবার একেবারে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইন বোঝানোর কর্মসূচি নিল বিজেপি। এছাড়া নাগরিকত্ব আইনের সমর্থনে মোদীকে ১ কোটি চিঠি পাঠানোরও কর্মসূচি নিয়েছে বিজেপি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন