রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে বিজেপিতে ভাঙন অব্যাহত। ধর্মের তাস দিয়ে যে রাজনীতি চলেনা তা রাজ্যের মানুষ অবগত। মানুষ হাতে কাজ চাই, বড় বড় বাতেলা নয়। সে কথা বলেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব অব্যাহত। এবার মন্ত্রী জাকির হোসেনের হাত ধরে জঙ্গীপুর পৌরসভার প্রায় ১৫০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা হাতে দেন মন্ত্রী।
শনিবার জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড়ের কাছে মন্ত্রী জাকির হোসেনের নেতৃত্বে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ, মন্ত্রী প্রতিনিধি অরিজিৎ পান্ডে, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
বিজেপি থেকে দলে নবাগতরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ও পশ্চিমবঙ্গ সরকারের শ্রম প্রতিমন্ত্রী মাননীয় জাকির হোসেনের কাজই তাদেরকে তৃণমূলে যোগদান করতে বাধ্য করলো।