দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশে আরও ৪০ জোড়া স্পেশাল ট্রেন চালু হচ্ছে। তার মধ্যে ছ’টি ট্রেন (তিন জোড়া) পেয়েছে পশ্চিমবঙ্গ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংরক্ষণ (রিজার্ভেশন)। এখন যে ২৩০ টি ট্রেন চলছে, তার পাশাপাশি এই ট্রেনগুলি চলবে।
পশ্চিমবঙ্গ থেকে যে ছ’টি নয়া বিশেষ ট্রেন ছাড়বে, তা দেখে নিন –
১) হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস (বৃহস্পতিবার ও শনিবার)।
২) তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস (মঙ্গলবার ও শুক্রবার)।
৩) হাওড়া-ইন্দোর এক্সপ্রেস (সোমবার, বৃহস্পতিবার ও শনিবার)।
৪) ইন্দোর-হাওড়া এক্সপ্রেস (মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার)।
৫) লালগড়-ডিব্রুগড় এক্সপ্রেস (রোজ)।
৬) ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস (রোজ)।