Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভিন রাজ্য থেকে বাংলায় ২৯৪ নেতা আনছে বিজেপি, প্রতি বিধানসভায় ৪৫ সদস্যের কমিটি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য দিল্লি এবং অন্যান্য রাজ্য থেকে বাংলায় ২৯৪ জন বিজেপি নেতা আসতে চলেছেন। তাৎপর্যপূর্ণভাবে বাংলায় বিধানসভা আসনের সংখ্যাও ২৯৪। ইতিমধ্যে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, প্রতি মাসে বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

বঙ্গ বিজেপির প্রথমসারির এক নেতা জানিয়েছেন, জেলা কমিটি তো থাকছেই। সেই সঙ্গে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৫ সদস্যের একটি দল গঠন করা হচ্ছে। তিনি জানান, আগামী ২৬ নভেম্বর থেকে বিভিন্ন রাজ্যের নেতারা আসার কথা আছে। দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতা এবং উত্তরপ্রদেশ, বিহার, গুজরাত এবং কর্নাটক-সহ অন্যান্য রাজ্য থেকে নেতা-মন্ত্রীরা আসবেন।

 

Leave a Reply

error: Content is protected !!