Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

লাথি খেয়েও মাত্র ২টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ, ওই বুথে নোটা ভোট ১টি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করিমপুরের পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩২ নম্বর বুথে ৭৪০টির মধ্যে মাত্র ২টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। আজ ভোটের ফল প্রকাশ হওয়ার পর এই তথ্য জানা গিয়েছে। ওই বুথে নোটা ভোট পড়েছে ১টি। অর্থাৎ, নোটার থেকে মাত্র ১টি ভোট বেশি পেয়েছেন জয়প্রকাশ মজুমদার।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

উল্লেখ্য, ভোটের দিন করিমপুরের এই বুথের সামনেই হেনস্থার শিকার হয়েছিলেন জয়প্রকাশ। এমনকি তাঁকে লাথি মেরে পাশের ঝোঁপের মধ্যে ফেলে দেওয়া হয়। আজ ফল বেরালে দেখা যায় ওই বুথে মোট ভোট পড়েছে ৭৪০টি। তার মধ্যে ৭০৭টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। জয়প্রকাশ মজুমদার পেয়েছেন মাত্র ২টি ভোট।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!