Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

উত্তপ্ত ফলতা, স্বচ্ছ ভোট না হলে প্রার্থী পদ প্রত্যাহার করবেন, কমিশনকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

ছবি- প্রতীকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃতীয় দফা ভোটের দিনে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতা। বিজেপি প্রার্থী বিধান পাড়ুই অভিযোগ করেছেন তাঁর কেন্দ্রের একাধিক বুথে চলছে দেদাদের ছাপ্পাভোট। নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে না হলে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন বলে কমিশনকে হুঁশিয়ার করেছেন। প্রার্থীর এই ধরনের হুমকি নজির বিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।

সকাল থেকেই ফলতা কেন্দ্রে উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক বুথে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিচ্ছে বলে অভিযোগ। ফলতার বেলসিং হাইস্কুলের তিনটি বুথে পর পর ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। বারবার প্রার্থীর কাছে এই খবর আসার পর তিনি সেখানে যায়। কিন্তু বুথের কাছে তাঁর গাড়ি পৌঁছতেই মহিলারা গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ দেখাতে থাকেন বলে অভিযোগ।

ফলতা ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে বুথ পরিদর্শনে গেলে বিধান পাড়ুইকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। প্রথমে মহিলারা রাস্তার উপর শুয়ে পড়ে তাঁর গাড়ি আটকান।তারপর গ্রামবাসীরা লাঠি নিয়ে এগিয়ে আসেন। প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ তাঁর গাড়িতে ইটও ছোড়া হয়েছে। ১৪৮, ১৮৫ ও ১৮৬ নম্বর বুথে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ করেছেন প্রার্থী।

 

নিজের কেন্দ্রে এভাবে ছাপ্পা ভোট পড়ছে খবর পেয়ে সেখানে যাওয়ার পর যেভাবে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বিজেপি প্রার্থী।এমনকি অবাধ সুষ্ঠু ভোট না হলে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন বলেও নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন। এই নিয়ে ফলতায় তুমুল চাপান উতোর তৈরি হয়েছে।

ফলতা, উলুবেড়িয়া, আরামবাগ, শ্যামপুর সহ একাধিক কেন্দ্রে আক্রান্ত হয়েছেন প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের প্রার্থীই আক্রান্ত হয়েছেন। শ্যামপুরে আক্রান্ত হয়েেছন বিজেপি প্রার্থী তনুশ্রী। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অন্যদিকে আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁকে চ্যালাকাঠ দিয়ে মারা হয় বলে অভিযোগ।

Leave a Reply

error: Content is protected !!