দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হিন্দি ভাষাকে দেশের রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাবের জবাবে ‘না’ বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হিন্দি ভাষার সঙ্গে কোনও রকম আপস নয়। সম্প্রতি হিন্দি দিবসের ভাষণে, হিন্দি ভাষাকে দেশের রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পর থেকেই বিরোধিতার সুর উঠেছে গোটা দেশে।
এর আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এবং অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান এর তীব্র বিরোধিতা করেছেন। অমিত শাহের প্রস্তাবের পর সব থেকে বেশি বিরোধিতা শুরু হয়েছে দক্ষিণ ভারতেই। এবার সেই দক্ষিণে বিজেপি মুখ্যমন্ত্রীও বিরোধীদের সঙ্গে গলা মেলালেন। ইয়েদুরাপ্পা লেখেন, “আমাদের দেশের সমস্ত সরকারি ভাষাই সমান। কর্ণাটক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কন্নড় হল মূল ভাষা। তার গুরুত্বের সঙ্গে আমরা কখনও আপোষ করব না।”
অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছেন কমল হাসান ট্যুইট করে বলেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য, ভারত প্রজাতন্ত্র হওয়ার সময়েই আমরা শপথ নিয়েছিলাম। এখন কোনও শাহ, সুলতান বা সম্রাটই সেই শপথ ভাঙতে পারবেন না।” এই বিরোধিতায় যোগ দিয়েছে বিরোধী দল কংগ্রেস এবং বামেরা। এই ইস্যুতে যোগ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নও।
বিজয়ন বলেন, “হিন্দি দেশকে একত্রিত করতে পারে, এমন দাবি অবান্তর।” এক ট্যুইট বার্তায় তিনি লেখেন, “ওই ভাষাটি বেশীরভাগ ভারতীয়েরই মাতৃভাষা নয়। তাদের অনুগত করে তোলার জন্যই হিন্দি চাপিয়ে দেওয়ার পদক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, অহিন্দিভাষীদের মাতৃভাষার বিরুদ্ধে যুদ্ধের ডাক।”