দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একদা বিজেপি সরকারের ঘনিষ্ট অনুপম খেরকে সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যে অনুপম সরকারেন গুণগান গেয়ে যেতেন, তাঁর এরকম ভোলদবলে চমকে গিয়েছিলেন নেটনাগরিকরা। আর তা নিয়েই টুইট করেছিলেন নম্রতা জাকারিয়া নামের এক সাংবাদিক। যার বিরোধিতা করে টুইটারেই ওই সাংবাদিককে ‘কটু’ কথা বলেন অনুপম। লেখেন, ‘এই মহিলা কিরণের অসুস্থতা নিয়ে অসংবেদনশীল কথা বলছে’।
কিছুদিন আগেই জানা গিয়েছে কিরণ খের মারণরোগ ক্যানসারে আক্রান্ত। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সেই প্রেক্ষিতেই টুইট করেন ওই জনৈক সাংবাদিক। লেখেন, ‘আচ্ছা, তাহলে এই জন্যই রং বদল করছেন অনুপম খের। মনে হচ্ছে, যার কারণ বউয়ের শারীরিক অসুস্থতা। বিজেপির পক্ষ থেকে চণ্ডীগড়ের সিট শারীরিক অসুস্থতার জন্য কিরণকে ছেড়ে অন্য কাওকে দেওয়ার কথা বলা হয়েছে। খুব দুঃখজনক।’
This is how people like @namratazakaria can stoop to any level of degradation. The lady is not only unbelievably insensitive about #Kirron’s illness, she also uses this situation to declare her fantasy like a vulture and without giving any proof of her claims. Shame on you. https://t.co/kJ1st79Qsd
— Anupam Kher (@AnupamPKher) May 28, 2021
এই টুইটের বিরুদ্ধে সুর চড়ান অনুপম। লেখেন, ‘নম্রতার মতো মানুষরা যত ইচ্ছে নীচে নামতে পারেন। এই মহিলা যে কিরণের অসুস্থতা নিয়ে অসংবেদনশীল তাই নয়, সঙ্গে পরিস্থিতিকে শকুনের মতো ব্যবহার করছেন। এদিকে তাঁর কাছে কোনও প্রমাণও নেই এরকম মন্তব্য করার পিছনে। তোমার লজ্জা হওয়া উচিত।’
এর আগে কিরণ খেরের অসুস্থতার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অনুপম। লিখেছিলেন, ‘যাতে গুজব বেশি না ছড়ায় তাই আমি আর সিকান্দার সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়ে দেওয়ার, কিরণ ব্ল্যাড ক্যানসারে আক্রান্ত। আপাতত সে চিকিৎসাধীন। আর আমার বিশ্বাস, সে এসব কাটিয়ে উঠে আগের থেকেও শক্ত হয়ে সবার সামনে এসে দাঁড়াবে। আমরা ভাগ্যবান যে, খুব ভালো একটা মেডিক্যাল টিম কিরণের চিকিৎসা করছে। আর কিরণ বরাবরই লড়াকু স্বভাবের, মথা উঁচু করে লড়াই করবে এবারও।’