Thursday, November 21, 2024
দেশফিচার নিউজ

এনআরসি ইস্যুতে বিজেপি সংবিধান ও আদালত অবমাননা করছে, অভিযোগ কংগ্রেসের

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে বিজেপি নেতারা আদালত ও সংবিধান অবমাননা করছেন বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের দাবি, বিজেপি মানুষকে বিভ্রান্ত করে মেরুকরণের রাজনীতি করছে। অসম কংগ্রেসের সভাপতি রিপুন বরা বলেছেন, ‘সুপ্রিমকোর্টের নির্দেশে হওয়া এনআরসি নস্যাৎ করে আদালত অবমাননা করছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। তাঁদের বিরুদ্ধে মামলা করা উচিত।’

বিজেপি নেতাদের দাবি, এনআরসি থেকে অনেক হিন্দুর নাম বাদ গেছে। তালিকায় অনেক বাংলাদেশির নাম রয়েছে। সেজন্য এনআরসিকে গুরুত্ব না দিয়ে, অসমকে বিদেশিমুক্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকার হাত মিলিয়ে নতুন আইন আনা হবে। রিপুন বরা বলেন, ‛হিমন্তবিশ্ব শর্মা যেভাবে বলছেন ‘শিব, কালী, দুর্গা’র উপাসকরা নাগরিকত্ব পাবেন, সেটা চূড়ান্ত সাম্প্রদায়িকতা! তিনি আদালত ও সংবিধান উভয়েরই অবমাননা করছেন।’

Leave a Reply

error: Content is protected !!