Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিম স্বাধীনতা সংগ্রামীকে ভগৎ সিংহের সমান মর্যাদা দেওয়ার দাবি, কেরল বিধানসভার স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিজেপির

মলপ্পুরম, ২২ আগস্ট: মুসলিমদের পক্ষে শাসকের অপছন্দের কথা বললেই রাষ্ট্রদ্রোহ! মোদী জমানায় দেশের নানা প্রান্তে এমন ঘটনা দেখতে অভ্যস্ত হয়ে উঠেছেন নাগরিকেরা। এ বার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ব্যাখ্যা পছন্দ না হওয়ায় কেরল বিধানসভার স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রুজু করার দাবিতে আসরে নেমে পড়ল বিজেপি-আরএসএস!

ঘটনার সূত্রপাত মালাবার বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে স্পিকার এম বি রাজেশের বক্তব্যকে ঘিরে। মলপ্পুরমে রাজ্য গ্রন্থাগার পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠানে স্পিকার রাজেশ বলেন, শতবর্ষ আগের আন্দোলনের অন্যতম চরিত্র ভেরিয়ান কুন্নাতু কুঞ্জহামিদ ‘হাজি’ তাঁর অবদানের জন্য ইতিহাসে ভগৎ সিংহদের সমান মর্যাদা পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, ব্রিটিশেরা প্রস্তাব দিয়েছিল, কৃতকর্মের দায়ে ‘হাজি’ ক্ষমা চেয়ে নিলে তাঁকে মক্কা পাঠানো হবে পুণ্য অর্জনের জন্য। ‘হাজি’ বলেছিলেন, ক্ষমা চাইতে হলে মক্কার চেয়ে তাঁর কাছে মৃত্যুই শ্রেয়!

এর পরেই গোল বাধিয়েছে বিজেপি এবং সঙ্গে আরএসএসের একাংশ। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সি কৃষ্ণকুমারের অভিযোগ, স্পিকার রাজেশ ভগৎ সিংহের ‘অবমাননা’ করেছেন এবং তাঁর দাবি, রাজেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা শুরু করতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!