দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি কর্মীর ১৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির-ই জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপোর বিরুদ্ধে কাঁকসার দলীয় এক কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযোগ, মাদক খাইয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে জেলা সভাপতির ভাইপো। অভিযোগ, জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই তাঁর মেয়েকে ধর্ষণ করেছে। সেই ছবি তুলে রেখে ব্ল্যাকমেইল করেছে। ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা কিশোরীর বাবা।
এই ঘটনায় মঙ্গলবার কাঁকসা থানায় কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার বাবা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সহদেব ঘড়ুই নিজেও একজন বিজেপি নেতা। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় তৃণমূল নেতা দেবদাস বক্সী বলেন, ‛এই ঘটনা-ই প্রমাণ করে বিজেপি একটি ভয়ঙ্কর দল।” দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।’
Support Free & Independent Journalism