Wednesday, November 13, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিহারে ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে গান চুরির অভিযোগ পরিচালক অনুভব সিনহার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে গান চুরির মতো গুরুতর অভিযোগ করলেন পরিচালক অনুভব সিনহা। সম্প্রতি তাঁর একটি গান ‘বোম্বাই মে কা বা’ নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই গান আবারও আলোচনায়, কিন্তু সম্পূর্ণ এক ভিন্ন কারণে। অনুভব অভিযোগ করেছেন, বিহারের নির্বাচনী প্রচারে তাঁর এই গান কপি করেই ‘বিহার মে ই বা’ গানটি বানিয়েছে বিজেপি। তার মাধ্যমে বিহারে এনডিএ সরকারের নানা গুণগান গাওয়া হচ্ছে। অথচ এই ব্যাপারে তাঁর অনুমতি নেওয়া তো দূরের কথা, একবারের জন্যও জানানোর প্রয়োজন মনে করা হয়নি।

মাত্র ছয় সপ্তাহ আগে রিলিজ হওয়া ‘বোম্বাই মে কা বা’ গানটিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। ভোজপুরী ভাষায় তৈরি এই গানটিতে মুম্বইতে কাজ করতে আসা বিহারী শ্রমিকদের কেমন দশা তা বর্ণনা করা হয়েছে। কিন্তু তাঁকে বিন্দুবিসর্গ না জানিয়ে কেমন করে বিজেপি নিজেদের ভোটের প্রচারের জন্য ব্যবহার করতে পারে!

বিহারে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরই রাজনৈতিক তৎপরতা বেড়ে গিয়েছে রাজ্যে। বেশ কিছুদিন ধরে রাস্তায় বিরোধীদের পোস্টার সাঁটা শুরু হয়ে গিয়েছে। নীতীশ সরকারের সমালোচনা করে পোস্টারের শিরোনামে লেখা হয়েছে ‘বিহার মে কা বা’।আর এরই উত্তরে বিজেপি তাদের টুইটার হ্যান্ডেলে ‘বিহার মে ই বা’ গানের সুর সহযোগ বিস্তারিতভাবে জানিয়েছে নীতীশ তথা এনডিএ সরকার বিহারে ঠিক কী কী উন্নয়নমূলক কাজ করেছে।

 

Leave a Reply

error: Content is protected !!