দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটের মুখে তিনজন সাংগঠনিক জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হল তাঁদের পদ থেকে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের অন্তর্গত বিজেপির তিন সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হয়েছে মঙ্গলবার। এদিন রাজ্য নেতৃত্বের তরফে নির্দেশিকা জারি করে এই রদবদল ঘটানো হয়েছে বিজেপিতে।
রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির মেদিনীপুর জেলা সভাপতি করা হয়েছে সৌমেন তিওয়ারিকে। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তন্ময় দাসকে। আর ঝাড়গ্রাম জেলা সভাপতি করা হয়েছে তুফান মাহাতোকে। তিন জেলা সভাপতিকে বিজেপি এবার প্রার্থী করেছে বিধানসভায়। তাই এই দলবদল।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শমিতকুমার দাস, পি্ংলা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ঘাটাল জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য। আর ঝাড়গ্রামের সভাপতি সুখময় শতপথী প্রার্থী হয়েছে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার তাঁরা মনোনয়ন জমা দেন, তার আগেই নির্দেশিকা জারি করে তাঁদের অপসারিত করা হয়।
২০১৯-এর লোকসবা নির্বাচনে বিজেপি মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে জয়যুক্ত হয়। আর ঘাটাল কেন্দ্রে দেবের কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী। মেদিনীপুর ও ঝাড়গ্রামে সাফল্যর পিছনে বিদায়ী সভাপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেই তাঁদের এবার মনোনয়ন দেওয়া হয়েছে।