Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মগের মুলুক! ৪৯ হাজার জনের ভাতা কেড়ে নিয়ে ৩০ হাজারকে দেবে বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ত্রিপুরার বিজেপি জোট সরকারের আড়াই বছর শেষ হওয়ার পর ৩০ হাজার সামাজিক ভাতা দেওয়ার প্রস্তাবের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। যদিও এর আগেই সরকার ৪৯ হাজার ২৭২ জনের ভাতা কেড়ে নিয়েছিল। আদৌ মিলবে কিনা, কিংবা কবে থেকে এই ভাতা মিলবে তাও বলা মুসকিল। অন্তত সরকারের লম্বা প্রক্রিয়ার কথা শুনে এমনই মনে হচ্ছে। এই ৩০ মাসে নতুন সামাজিক ভাতা দেয়নি রাজ্যের হীরার রাজা। সামাজিক ভাতা ২ হাজার টাকাও হয়নি। ভিষণ ডকুমেন্টের এই প্রতিশ্রুতি প্রসঙ্গে চুপই থাকলেন শিক্ষামন্ত্রী। বললেন সিদ্ধান্ত হলে জানানো হবে।

জোট সরকার দায়িত্ব নেওয়ার পর শাসক দলের তরফে গাদা গাদা আবেদনপত্র জমা দেওয়া হয়েছিল সমাজকল্যাণ দপ্তরে। এতদিন স্থানীয় মণ্ডল থেকে পৃষ্ঠাপ্রমুখ নেতারা বলতেন হবে হচ্ছে। বাস্তবে সেগুলো যে ডাস্টবিনে চলে গেছে সেটাই সরকারের নতুন সিদ্ধান্তে পরিষ্কার। মন্ত্রিসভার বৈঠকে ৩০ হাজার ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের যে পদ্ধতি সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী বোঝালেন সেটা একপ্রকার ললিপপ ঝুলিয়ে রাখার মতো।

বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে ৩৩টি সামাজিক ভাতা চালু ছিল। রাজ্য মন্ত্রিসভা এর মধ্যে ২০টি সামাজিক ভাতার মধ্য থেকে ৩০ হাজার জনের জন্য অনুমোদন দিয়েছে বলে বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ‌। তবে কোনও ভাতা বাদ যাচ্ছে কিনা স্পষ্ট করেননি। ভাতা পাওয়ার জন্য যে প্রক্রিয়ার কথা বলেছেন তাও দীর্ঘ। কবে নাগাদ নতুন ভাবে গরিব সাধারণ মানুষ সামাজিক ভাতা পাবেন অনিশ্চিতই থাকছে।

এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অক্টোবর মাস থেকে আবেদন নেওয়া হবে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। যারা ভাতার জন্য আবেদন করবেন মহকুমা শাসকের দেওয়া পারিবারিক আয়ের শংসাপত্র থাকতে হবে। পারিবারিক আয় বছরে ১ লাখ টাকার কম হলেই মিলবে ভাতা। জমা দিতে হবে পুর নিগম, পুর পরিষদ , নগর পঞ্চায়েত , ব্লক এবং এডিসি ভিলেজের চেয়ারম্যান বরাবর। কিন্তু ভাতা চূড়ান্ত করার জন্য গড়া হয়েছে জেলাস্তরে বিধায়কদের চেয়ারম্যান কমিটি। সেই কমিটি ভাতার অনুমোদন দেবে। সব মিলে জটিল পদ্ধতি সামনে ঝুলিয়ে ৩০ হাজার সামাজিক ভাতার প্রস্তাবে সম্মতি দিল রাজ্য মন্ত্রিসভা।

নানা গল্প ফেঁদে আগেই বামফ্রন্ট সরকারের সময়ে পাওয়া ৪৯ হাজার ২৭২টি সামাজিক ভাতা বাদ দেওয়া হয়েছে। এখন সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকারের ৩৩টি স্কিমে সামাজিক ভাতা পান ৩ লাখ ৯১ হাজার সুবিধা ভোগী। তাদের ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও পালন করা হয়নি‌। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্যাবিনেট এ সিদ্ধান্ত হলে জানানো হবে বলে এড়িয়ে গেলেন শিক্ষামন্ত্রী। ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি প্রসঙ্গেও শিক্ষামন্ত্রীর বক্তব্য, মন্ত্রিসভায় আলোচনা হয়নি। আলোচনায় আসেনি বিষয়টি। এদিন আর এর বেশি বললেন না তিনি ।

 

 

Leave a Reply

error: Content is protected !!