দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে, উচিত শিক্ষা দেবই, এমনটাই বললেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। তিনি বলেন, রাজ্যে কোনওভাবেই ক্ষমতায় আসবে না বিজেপি। খুব বেশি হলে ৭০ থেকে ৮০ টি আসন পেতে পারে তারা । আর পাহাড়ে আজ, কাল বা পরশু যেদিনই ইচ্ছে নির্বাচন হোক । পাহাড়ের তিনটে আসনেই জয় হবে গোর্খা জনমুক্তি মোর্চার ।
গোর্খা জনমুক্তি মোর্চার নেতা ও কর্মীদের ঘরে ফিরে আসার লক্ষ্য নিয়ে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভা করেন বিমল গুরুং । আজ সকালে প্রথমে কালিম্পং চিত্রে থেকে কালিম্পং বাজার হয়ে রোড শো করে মেলা গ্রাউন্ডে জনসভায় যোগ দেন । জনসভায় হাজির ছিলেন সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ মোর্চার প্রথম সারির নেতৃত্ব । জনসভার খোলা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে টানা আক্রমণ হানেন বিমল গুরুং । আর জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে কোনওভাবেই ক্ষমতায় না আসার কথা জানান তিনি ।
জনসভার পর বিমল গুরুং বলেন, “বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রচার করছে আমরাও পালটা প্রচার করছি । আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিজেপি কোনভাবেই ক্ষমতায় আসবে না । বিজেপি আমার সঙ্গে আমার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । সেজন্য বিজেপিকে তার উচিৎ শিক্ষা দেবই ।” এইধরনের হুঙ্কারের পরই তিনি জানান, পাহাড়ের ছোটো থেকে ছোটো সমস্যার সমাধান করতে পারেনি বিজেপি । কী হিসেবে ভোট চাইবে বিজেপি? তিন বছর ধরে তৃণমূল নয় । বিজেপিই আমাকে কষ্ট দিয়েছে ।