দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজনীতি নিয়ে সবসময়েই মন্তব্য করে শিরোনামে থাকা অভিনেত্রী স্বরা ভাস্কর এবার আদনান সামির পদ্ম সম্মান নিয়ে মুখ খুললেন। রবিবার ইন্দোরে ‛সংবিধান বাঁচাও দেশ বাঁচাও’ মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কড়া ভাষায় আদনান সামির পদ্ম সম্মান পাওয়া নিয়ে সমালোচনা করেন।
এদিন বিজেপিকে সরাসরি বিঁধে স্বরার কটাক্ষ, ‛পাক প্রেমী বিজেপি। তাই আদনান সামিকে পদ্মশ্রী সম্মান দিয়েছে কেন্দ্র। পক্ষান্তরে পাকিস্তানকেই তুষ্ট করছে শাসকদল। নইলে আরও বিশিষ্ট জন থাকতে ২০১৬-য় নাগরিকত্ব পাওয়া আদনানকেই কেন বেছে নেবে স্বরাষ্ট্র মন্ত্রক?’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন