দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হরিয়ানায় বিজেপি-জেজেপি জোট সরকার শপথ নেবে। বর্তমান বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরই ফের মুখ্যমন্ত্রী হবেন। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দুষ্মন্ত চৌটালা। সরকার গঠনের জন্য আজ শনিবারই রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি জানানোর কথা মনোহরলাল খট্টরের। সেই কারণে এ দিন সকালেই তিনি চন্ডীগড়ে পৌঁছে গিয়েছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একটি পুরাতন ভিডিও ভাইরাল হয়ে সব জল ঘোলা করে দিল।
নির্বাচনের আগে হরিয়ানায় একটি জনসভায় বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিন শিখ দাঙ্গা নিয়ে মন্তব্য করেছিলেন মোদী। তার জবাবে একটি ভিডিওতে দুষ্মন্ত চৌটালা মোদীকে কটাক্ষ করে বলেন, ‛বন্ধুরা আজ মুর্থলে এসেছিলেন প্রধানমন্ত্রী। শিখ দাঙ্গার কথা বলেছেন। কিন্তু মোদীজি আপনি বলুন, আপনি গুজরাতে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেখানে দাঙ্গা হয়েছিল। আপনি তাদের সুবিচার কি দিতে পেরেছেন?’
গাড়িতে বসে তোলা ওই সেলফি ভিডিওতে মোদীকে মিথ্যেবাদী বলেও মন্তব্য করেছিলেন দুষ্মন্ত। এখানেও থামেননি দুষ্মন্ত। ‘বাতাও মোদীজি’ বলে আরও কিছু প্রশ্ন ছোঁড়েন প্রধানমন্ত্রীর উদ্দেশে। তিনি বলেন, ‛পাঁচকুলায় নিরীহদের উপর আপনার সরকার যে ভাবে গুলি চালিয়েছে, তার পরেও আপনি চুপ ছিলেন! কেন?’ সাত সকালে এই ভিডিও সোশাল মিডিয়ায় ফের উদয় হওয়ায় ঘোর অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। অস্বস্তি তৈরি হয়েছে জেজেপি-র জন্যও। যদিও এ ব্যাপারে দুই শিবিরের কোনও নেতাই কোনও মন্তব্য করতে চাননি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন