Sunday, December 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘যারা কবিগুরুকে সম্মান দিতে জানে না, তারা আবার বাংলা দখলের স্বপ্ন দেখে! ’ বিজেপিকে আক্রমণ সুব্রতর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিতে জানে না, তারা আবার বাংলা দখলের স্বপ্ন দেখে! ’ বিজেপিকে এ ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। অমিত শাহের শান্তিনিকেতন সফরের আগে রবিবার সাংবাদিক সম্মেলন করে এ ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর দলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সুব্রত মুখোপাধ্যায়। পাশাপাশি তাঁর দাবি, শুভেন্দু অধিকারী দলবদল করার কোনও প্রভাব পড়বে না তৃণমূলে।

সুব্রত বলেন, ‘যাঁরা বাংলার সংস্কৃতি বোঝেন না, বাংলার গর্ব বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেয় না, তাঁরা আবার বাংলা দখলের স্বপ দেখেন।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিভাঙা প্রসঙ্গও টেনে আনেন সুব্রত মুখোপাধ্যায়।

উল্লেখ্য, হোর্ডিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে জায়গা পেয়েছিল অমিত শাহের ছবি। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। রবিবারও সেই সুরেই বিজেপিকে তীব্র ধীক্কার জানান সুব্রত মুখোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য দলবদল করা নেতাদের সঙ্গে মীরজাফর ও জগত্‍‌ শেঠদের তুলনা করেন। বলেন, ‘শুভেন্দু চলে যাওয়ায় অনেকে ভাবছেন সর্বনাশ হয়েছে, গেল গেল রব উঠেছে, কিছুই হবে না, এমন খুচরো চলে যাওয়ায় কিছু হয় না, বিজেপিতেও এমন বহুবার হয়েছে। মমতার জনপ্রিয়তা যতদিন থাকবে কেউ তৃণমূলকে স্পর্শ করতে পারবে না। একটা শুভেন্দুকে দেখে যদি ভাবেন সরকার দখল হয়ে যাবে ভুল ভাবছেন। বাংলার রাজনীতিতে উমিচাঁদ, জগত শেঠরা বড় জায়গায় আসতে পারবে না। মানুষ ছুড়ে ফেলে দেবে।’

 

Leave a Reply

error: Content is protected !!