দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিকে ‘ভারতীয় জাসুস পার্টি’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। ফোন ও হোয়াটসঅ্যাপে আড়িপাতা প্রসঙ্গে ওই মন্তব্য করেছেন সূর্যেওয়ালা। তিনি বলেন, ‘ভেবে আশ্চর্য লাগছে যে হোয়াটসঅ্যাপ স্পাইগেটের মাধ্যমে বিজেপি সরকার নাকি দেশের নাগরিক এবং রাজনীতিকদের উপর নজর রাখছিল!’
কংগ্রেসের পক্ষ থেকে সূর্যেওয়ালা প্রশ্ন তুলেছেন, ’সরকার কী ২০১৯ সাল থেকেই স্পাইওয়্যারের ব্যাপারে জানত? যাঁরা ক্ষমতায় রয়েছেন তাঁরা কী ওই অপরাধে দোষী নয়?’ রণদীপ সূর্যেওয়ালা বলেন, ‘হ্যাক হওয়া ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের তরফে যখন বার্তা পাঠানো হয়েছিল, প্রিয়াঙ্কা গান্ধীর ফোনেও সেই বার্তা এসেছিল।’ গোটা ঘটনায় সরকারের সাফাই দাবি করেছেন তিনি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন