Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পেট্রোলের দাম বাড়িয়ে লাভের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, অভিযোগ দিগ্বিজয়ের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন উঠতে না উঠতেই দেশজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। পরপর ২০ দিন। দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম৷

এহেন পরিস্থিতির বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখায় মধ্যপ্রদেশের কংগ্রেস। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গত বুধবার সাইকেল ব়্যালি করে কংগ্রেস। দিগ্বিজয় সিং-সহ কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি সেই বিক্ষোভ মিছিলে ছিলেন দলের কর্মী সমর্থকরাও।

এরপরই দিগ্বিজয় সিং-সহ মোট ১৫০ জন কংগ্রেসের নেতা কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ৩৪১, ১৮৮, ১৪৩, ২৬৯, ২৭০ ধারায় এফআইআর দায়ের হয়। তবে দমছেন না দিগ্বিজয় সিং। উল্টে তেলের দাম বৃদ্ধি নিয়ে আরও কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন তিনি।

দিগ্বিজয় বলেন, ‛পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি থেকে পাম্পের মালিকদের বা পেট্রোলিয়াম সংস্থাগুলির যে লাভ হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছে। এই লাভের টাকা দিয়েই বিজেপি বিধায়কদের কিনছে।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!