দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির নবান্ন অভিযান নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিজেপিকে ‘সন্ত্রাসবাদীদের দল’ বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে বিজেপি।
ফিরহাদ বলেন, “বিজেপি তো কোনও রাজনৈতিক দল নয়, বিজেপি সন্ত্রাসবাদীদের দল। আর সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা করতে হয় পুলিশকে তা করতে বলা হয়েছে।” ফিরহাদের দাবি, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করতে এসেছে বিজেপি।