Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মাস্ক কোথায়? প্রশ্ন শুনেই পুলিশকে বেধড়ক মার, গ্রেফতার বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক’দিন আগেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তুলেছিলেন, করোনা ভাইরাস সংক্রমণের মাঝে মুখে মাস্ক পরার নিয়ম না মেনে অনেকে বেপরোয়া আচরণ করছেন। প্রশাসনকে এনিয়ে কড়া হতেও বলেছেন মোদী।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দলের এক নেতার বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। মাস্ক না পরায় পুলিশ প্রশ্ন করলে তিনি দলবল নিয়ে পুলিশকেই বেধড়ক পিটিয়ে দিয়েছেন। এমনই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতা ও তাঁর ভাগ্নেকে।

উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট প্রভাকর চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, বারাণসীর সুন্দরপুর এলাকায় ওই কাণ্ডের জন্য বিজেপি নেতা সুরেন্দ্র প্যাটেল-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে মারধরের ঘটনায় জড়িত আরও পাঁচ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

সংবাদসংস্থাকে পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে উত্তরপ্রদেশের সুন্দরপুরে এই কাণ্ড ঘটে। পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার সাব-ইন্সপেক্টর সুনীল গৌড়ের কাছে খবর আসে যে, সুন্দরপুর-খোয়াজা রোডে কাউকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ শুনেই ঘটনা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানেই দেখা যায়, সুরেন্দ্র পটেলের ছেলে বিকাশ সহ দু’জন মাস্ক না পরেই বসে রয়েছেন।

অভিযোগ, তাঁদের মাস্ক কোথায় প্রশ্ন করায় পুলিশকর্মীদের উদ্দেশে কটূক্তি করেন এই দু’জন। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে, বিকাশ ফোন করে বাবা সুরেন্দ্র, কাকা বিন্দু ও এক ভাই বীরেন্দ্রকে ডেকে আনেন। পুলিশের দাবি, প্রায় জনা ১২ জন মিলে পুলিশকে মারধর করে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!