Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ভাঙড়ের বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ভাঙড়ের এক বিজেপি নেতাকে। পুলিশ সূত্রে খবর, ওই বিজেপি নেতা এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে আসছিলেন। বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন ওই বিজেপি নেতা। তাই নিমরকুড়ি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপর পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি নেতার বাড়ি ভাঙড়ের নিমকুড়িয়া এলাকায়। তিনি নিমকুড়িয়া বুথের বিজেপি বুথ সভাপতি। বুধবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়েছিল। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।

ভাঙড় ২ ব্লক তৃণমূলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, ”এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিজেপি বড় বড় কথা বলে। তাঁদের দলের নেতাদেরই বিভিন্ন কেচ্ছা প্রকাশ্যে আসছে।”

 

Leave a Reply

error: Content is protected !!