দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। সবচেয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তরপ্রদেশে। অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে। বিজেপির কিছু শরিক দলও এই আইনের বিরোধিতা করেছে। এহেন পরিস্থিতিতে নাগরিকত্ব আইনের ভাল দিক কী কী, তাই সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন বিজেপির নেতারা। আর তা করতে গিয়ে সেই সাধারণ মানুষের হাতেই মারধর খেলেন সেই বিজেপি নেতারা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
উত্তরপ্রদেশের আমরোহা জেলায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইনের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছিলেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে চড়াও হন ওই নেতাদের উপর। শেষমেশ কোনও রকমে এলাকা ছেড়ে পালান ওই নেতারা। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় প্রহৃত নেতাদের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। বিজেপি নেতাদের মারধরের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন