Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপি নেতার গুণ্ডাগিরি! রেলের তিনগুণ ভাড়া দাবি, পরিযায়ী শ্রমিককে মারধর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের সুরাত থেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন ঝাড়খণ্ডের একদল পরিযায়ী শ্রমিক। ওই শ্রমিকদের একজনকে মারধর করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। বাকিদের থেকেও তিনি ট্রেনের তিনগুণ ভাড়া চেয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতার নাম রাজেশ বর্মা। ফেসবুকেও তিনি নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন। সেখানে অন্যান্য বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি আছে।

শ্রমিকদের অভিযোগ, রাজেশ ট্রেনভাড়া বাবদ তাঁদের থেকে ১ লক্ষ টাকার বেশি নিয়েছিলেন। বাসুদেব বর্মা নামে এক শ্রমিক রাজেশের কাছে জানতে চান, কবে তাঁরা ট্রেনের টিকিট হাতে পাবেন। তখনই রাজেশ ও তাঁর সঙ্গীরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। সুরাত পুলিশের উচ্চপদস্থ অফিসার এ এম পারমার জানিয়েছেন, রাজেশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার নামে লিম্বায়াত থানায় এফআইআর করা হয়েছে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!