Saturday, February 22, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর বিদেশ সফর কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তুললেন মোদীর দলেরই নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ট্রাপিজ আর্টিস্ট’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। মোদীর বিদেশ সফর নিয়ে বরাবরই কটাক্ষ করে থাকেন বিরোধীরা। এবার সেই তালিকায় জুড়লেন স্বামী। তিনি অবশ্য লাগাতারই নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে থাকেন। মোদীর বিদেশ সফর কতটা যুক্তিযুক্ত এই প্রশ্ন তুলে ঘনঘন বিদেশ সফর ‘চিন্তার বিষয়’ বলেও বিঁধলেন স্বামী।

নিজের এক্স হ্যান্ডেলে স্বামী লিখেছেন, মোদী কি এটা উপলব্ধি করেন যে তাঁর এই যাত্রা, ছোট দেশে হোক বা বড়, ‘বন্ধু’ দেশে হোক বা ‘শত্রু’, কাছের দেশে হোক বা দূরের, একটি জনবহুল দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন সাধারণ ট্রাপিজ আর্টিস্ট মনে হচ্ছে! বারংবার যাত্রার কারণেই। উল্লেখ্য, গত শুক্রবার স্বামী পাকিস্তানকে ‘শত্রু’ দেশ বলে চিহ্নিত করে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেন। সেখানেও লক্ষ্য ছিলেন মোদী।

Leave a Reply

error: Content is protected !!