দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে আরও বড় ভাঙনের মুখে বিজেপি। মহারাষ্ট্র বিজেপির অন্যতম নেতা একনাথ খাড়সে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। শেষ কয়েকদিন ধরেই একনাথের দলবদল নিয়ে নানারকম জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।
২০১৬ সালে দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের তৎকালীন বিজেপি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন একনাথ খাড়সে। সেই থেকে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। ২০১৯ সালে তাঁকে বিধানসভার নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি। তাই নিয়েও অশান্তি চরমে ওঠে।
২০১৯ সালে বিজেপি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে পরাস্ত হওয়ার পর এই দলিত নেতা অভিযোগ করেন, দেবেন্দ্র ফড়নবিশের জন্যই দল হেরেছে। তাঁর মতো প্রার্থীকে দল ভোটে দাঁড় করায়নি বলেই ক্ষমতা থেকে সরে গিয়েছে বিজেপি।