Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

জগাখিচুরি হয়ে গিয়েছে দলটা, দেখে লজ্জা ও দুঃখ হয়, বিস্ফোরক বিজেপি নেতা জয় ব্যানার্জি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটে ভরাডুবি হওয়ার পর থেকেই রাজ্য বিজেপিতে বাড়ছে দ্বন্দ্ব। রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন একাধিক বিজেপি নেতা। রাজ্যে যেভাবে বিজেপি দলটা চলছে তা মেনে নিতে পারছেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি।

এ প্রসঙ্গে জয় ব্যানার্জি বলেন, ‘‌রাজ্য বিজেপি তো এখন জগাখিচুরি হয়ে গিয়েছে। আমার আজ রাজ্যে বিজেপিকে দেখে লজ্জা লাগছে, দুঃখ হয়। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এক নেতা আরেক নেতার নামে প্রকাশ্যে গর্জে উঠছে। এক নেতা এগিয়ে যাচ্ছে তো আরেকজন তাকে টেনে নামাতে চাইছে। যখন ইচ্ছা হচ্ছে বলছে পদত্যাগ করে দিয়েছি, আবার কয়েক ঘণ্টা যেতে না যেতেই বলছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে পদত্যাগ করছি না। প্রতিদিন এখন রাজ্য বিজেপিতে নাটক চলছে। আমার মন্তব্য নিয়ে যে যা ইচ্ছে মনে করুন। কিন্তু এটা বলে রাখি এরকম চলতে থাকলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে বিজেপি পুরসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনে ডজন ডজন গোল খাবে।’

যদিও জয় ব্যানার্জির মতামতকে গুরুত্ব দিচ্ছেন না রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘‌জয় ব্যানার্জির এটা ব্যক্তিগত মতামত। জয় ব্যক্তিগত মতামতের বিষয়ে কিছু বলতে চাই না। ভারতবর্ষে সবাই নিজের মতামত তুলে ধরেন। এক্ষেত্রে জয় ব্যানার্জিও নিজের মতামত দিয়েছেন।’

Leave a Reply

error: Content is protected !!