দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে দিল্লি। ইতিমধ্যেই রাজধানীতে পুলিশকর্মী সহ নিহত ৫ জন। রবিবার রাত থেকে পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকা থমথমে ছিল।
রবিবারই সিএএ বিরোধী আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি বলেছিলেন, যতক্ষণ ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকবেন, ততক্ষণ তাঁরা অশান্তি করবেন না। কিন্তু, তারপরই সোমবার হিংসা চরম আকার ধারণ করে।
মৌজপুরার স্থানীয় মুসলিমরা ঘটনার ব্যাপারে বলেন, ‘এখানে সব ধর্মের মানুষই বসবাস করেন। হঠাৎ দেখছি আমাদের হিন্দু প্রতিবেশীরাই পাথর ছুড়ছে। অটো থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, ওরা পাথর জোগাড় করছে।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps