দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানে অনুপস্থিত রাহুল সিনহা!। তিনি বিজেপিকে নিজেই বয়কট করলেন নাকি দল তাকে বাদ দিল, এই রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। কারণ কিছুদিন আগেই কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন রাহুল। তার পর থেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন তিনি। এবার তার জেরেই নবান্ন অভিযান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি বলে সূত্রের খবর।
এই নিয়ে কেউ মুখ না খুললেও দেখা গেল নবান্ন অভিযানে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ব্রাত্য করেই রাখা হল। বৃহস্পতিবার এই অভিযানে অংশ নিচ্ছেন না বলে তাঁর ঘনিষ্ঠ মহলে জানান রাহুল সিনহা। তবে কেন তিনি থাকছেন না সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি। এমনকী দলীয় নেতা–কর্মীরা জানান, উনি এই কর্মসূচিতে থাকতে পারছেন না। এটুকুই বলতে পারি।