Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দুর্নীতির শীর্ষে উত্তরপ্রদেশ, মত বিজেপি বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগী সরকারের অধীনে উত্তরপ্রদেশ দুর্নীতির সর্বোচ্চ শীখরে পৌঁছেছে। নিজের ফেসবুক পেজে একথা লিখেছেন হরদোই এর গোপামউ কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ। তাঁর মতে, এটাই উত্তরপ্রদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। তিনি লিখেছেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এত দুর্নীতিগ্রস্ত সরকার আমি আগে কখনও দেখিনি। যে দুর্নীতি আমি দেখছি, শুনছি সেটা ভয়ংকর। দুর্নীতির বিরুদ্ধে যিনি একটা শব্দ বলছেন তাকেই দুর্নীতিতে জুড়ে টাকা কামানো চলছে। মনে হয়, দুর্নীতির শেষ নেই।”

শ্যাম প্রকাশ এই প্রথম ক্ষোভ জানালেন, তা নয়। এপ্রিল মাসে আরেকবার নিজ দলের সরকারের কাজে বিরক্ত শ্যাম প্রকাশ হরদোই জেলার চিফ ডেভেলপমেন্ট অফিসারকে চিঠি দিয়ে তার বিধায়ক কোটার থেকে বরাদ্দ করা ২৫ লাখ টাকা ফেরাতে বলেছিলেন। করোনার প্রকোপ বাড়া সত্ত্বেও জেলায় করোনা যোদ্ধাদের সমস্যায় চিন্তিত বিধায়ক জরুরি ভিত্তিতে পিপিই, মাস্ক কিনতে ২৫ লাখ টাকা বরাদ্দ করেন। সেই টাকা খরচই হচ্ছিল না। উল্টে হরদোই হাসপাতালের কর্তারা তাঁর থেকে কমিশন চান। শ্যাম প্রকাশ সিডিওকে লেখেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বরাদ্দ টাকা কিভাবে খরচ হল জানার অধিকার আছে। প্রশাসনের কাছে জানতে চেয়ে কোনও তথ্য পাচ্ছি না। আমার মতে, এতক্ষনে প্রয়োজনীয় সামগ্রীগুলি কেনার প্রক্রিয়া শুরু করা উচিৎ ছিলো। কমিশন দেওয়ার বদলে বরাদ্দ টাকা ফেরাতে বলেন তিনি।

যোগী সরকার দুর্নীতির নজির সামনে এনেছে মুখ্যমন্ত্রীর জেলা গোরক্ষপুরের এক ইঞ্জিনিয়ারকে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বদলির আদেশ। দলের বিধায়ক সাংসদরাই দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদল সেই ইঞ্জিনিয়ারকে দুর্নীতিগ্রস্ত বলছেন। আরেক দলের মতে, সেই ইঞ্জিনিয়ার সৎ ও দক্ষ। তাকে বদলি করা অন্যায়। এর ফলে উন্নয়নের গতি থমকে যাবে। প্রবল বৃষ্টির কারণে গোরক্ষপুর থেকে বসুন্ধরা ও প্রজ্ঞাবিহার এলাকায় জল দাঁড়ানোয় ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানান গোরক্ষপুর সদরের বিধায়ক রাধামোহন দাস আগরওয়াল। রাধামোহনকে সমর্থন জানান বাঁশগাঁওর সাংসদ কমলেশ পাশোয়ান। তাদের বক্তব্য, হাইওয়ে এত উঁচু করার জন্য এলাকায় এত জল জমছে। কেশবপ্রসাদ ইঞ্জিনিয়ারকে জেলার বাইরে বদলি করে দেন।

ইঞ্জিনিয়ারকে বদলির নির্দেশে গোরক্ষপুরের সাংসদ রবি কিষাণ এবং আরও চার বিধায়ক ক্ষুব্ধ। তারা কেশবপ্রসাদের কাছে চিঠি লিখে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন। রবি কিষাণ বলেন, জমা জল দুর্ঘটনা রুখতেই হাইওয়ে উঁচু করা হয়েছে। কলোনিগুলোর নিকাশি ব্যাবস্থার জন্য ড্রেন তৈরি হচ্ছিল। শেষ হলে সমস্যা মিটে যেত। বিজেপির পাপ্রিআইএইচ এর বিধায়ক বিপিন সিং, শাহজানওয়ার শীতল পান্ডে, ক্যাম্পিয়ারগঞ্জের ফতে বাহাদুর সিংদের দাবী, এই ইঞ্জিনিয়ার সততা ও দক্ষতা দিয়ে নির্দিষ্ট সময়ে কাজগুলী সম্পন্ন করেছিলো। দুর্নীতিগ্রস্ত নেতাদের চাপে বলি হলেন তিনি।

 

 

Leave a Reply

error: Content is protected !!