Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

স্বামী বিবেকানন্দ সিএএ, এনআরসি ও হিন্দুত্ব বিরোধী – বিজেপি নেতার ট্যুইটে তোলপাড়

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গোয়ার এক বিজেপি নেতার ট্যুইটকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। একটি ট্যুইটে গোয়ার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ নরেন্দ্র সাওয়াইকর হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করেন, ‛স্বামী বিবেকানন্দ এগেইনস্ট সিএএ, এনআরসি অ্যান্ড হিন্দুত্ব’। এরপরই গোটা ট্যুইটার জুড়ে শুরু হয় বিতর্ক।

১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষ্যে গোটা দেশে সাড়ম্বরে পালিত হয় জাতীয় ‛যুব দিবস’। সেই বিশেষ দিনই ট্যুইট করেন গোয়ার বিজেপি নেতা। ট্যুইট নিয়ে বিতর্ক চরমে পৌঁছালে সেটি ডিলিট করে দেন তিনি। এরপরই সোয়াইকর জানান যে তিনি প্রথমে হ্যাশট্যাগটি লক্ষ্য করেননি। আর তা না করেই এমন কাণ্ড ঘটে গিয়েছে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!