Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল বাংলার বিধানসভা, জয় শ্রীরাম ধ্বনিতে বিদায় বিজেপি নেতাদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল হল বাংলার বিধানসভা। জয় শ্রীরাম ধ্বনিতে বিদায় দেওয়া হল বিজেপি নেতাদের। বৃহস্পতিবার কৃষি আইন বিরোধী প্রস্তাব এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার বিরোধিতা করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অধিবেশন ছেড়ে চলে গেলেন বিজেপি বিধায়করা। তার আগে ওয়েলে নেমে প্রবল বিক্ষোভ দেখান তাঁরা। লবিতেও চলে বিক্ষোভ পর্ব।

বিজেপিতে যোগ দেওয়া দুলাল বর, সুদীপ মুখোপাধ্যায়দের দাবি, যে আইন ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পাশ করে ফেলেছে, তার বিরুদ্ধে প্রস্তাব আনা যায় না। এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী বলে দাবি গেরুয়া শিবিরের।

এদিকে প্রস্তাব আনার সময় বাম এবং কংগ্রেসকে পাশে চাইলেন মমতা। তিনি বললেন, ‘আমাদের আদর্শগত মতবিরোধ থাকতে পারে। কৃষকদের স্বার্থে আসুন এই প্রস্তাবকে সমর্থন করি। কর্পোরেট ঋণ মকুব হতে পারে, কৃষকদের ঋণও মকুব করতে হবে। আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী বললে মানব না, কৃষকদের দেশদ্রোহী বললে দেশ রুখে দাঁড়াবে। দিল্লির ঘটনার জন্য পুলিশই দায়ী, কৃষকরা লালকেল্লা দখল করতে গেছে, বিশ্বাস করি না।’

 

 

Leave a Reply

error: Content is protected !!