Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের দিল্লিতে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হিমাচলপ্রদেশের মান্ডির সাংসদ রামস্বরূপ শর্মার আত্মহত্যায় মৃত্যুর কথা জানা গিয়েছিল। গত ১৭ মার্চ নয়াদিল্লিতে নিজের বাড়ির সিলিং থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবার দিল্লির সুভাষনগর এলাকায় অবস্থিত একটি পার্কের ভিতরে এক লেকের ধারে গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি নেতার মৃতদেহ। সোমবার সন্ধেয় স্থানীয় বাসিন্দারা দিল্লি বিজেপির প্রাক্তন সহ-সভাপতি গুরবিন্দর সিং বাওয়ার রহস্যময় মৃতদেহটি দেখতে পান। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন প্রবীণ রাজনীতিক। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পরে দেখা যায় দেহটি বিজেপি নেতার। কিন্তু কেন এমন চরম পথ বেছে নিলেন পশ্চিম দিল্লির ফতেনগরের এই বাসিন্দা? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্থানীয় সূত্রের কথা বলে দাবি করা হয়েছে, গার্হস্থ্য অশান্তিতে ভুগতে হচ্ছিল তাঁকে। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আত্মহত্যাই করেছেন, নাকি এর পিছনে চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখা হবে।

প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলীয় বর্ষীয়ান নেতারা। পেশায় রাজনীতির পাশে আইনজীবী হিসেবেও কাজ করতেন গুরবিন্দর। সদাহাস্যমুখ, সদালাপী মানুষটি কী করে এভাবে নিজের জীবনকে শেষ করে দিলেন তা ভেবে পাচ্ছেন না কেউই। হতবাক তাঁর পরিবারের লোকেরাও।

 

Leave a Reply

error: Content is protected !!