দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৪ সালের পর দেশ জুড়ে আছড়ে পড়েছিল মোদী ঝড়, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঝড়ও বোধহয় ঝিমিয়ে পড়েছে। কেননা দেখা যাচ্ছে গত গত দু’বছরে ৭ রাজ্যে হার হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভা নির্বাচন সেই তালিকায় নয়া সংযোজন।
দিল্লি সহ ১২ টি রাজ্যে এখনও বিজেপি বিরোধী দলগুলির সরকার রয়েছে। এনডিএর সরকার রয়েছে অন্য ১৬ টি রাজ্যে। দেশের মোট জনসংখ্যার ৪২ শতাংশ মানুষ এই রাজ্যগুলিতে বাস করে। অথচ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত অনেকটাই ভাল অবস্থানে ছিল এনডিএ। বিজেপি এবং তার জোটশক্তির হাতে ১৯টি রাজ্য ছিল।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন