দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার নির্বাচনের পাশাপাশি দেশের ১১টি রাজ্যের ৫৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটও গণনা হচ্ছে আজ। এরমধ্যে ঝাড়খণ্ডে দু’টি আসনে আজ ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে বিজেপি এগিয়ে থাকলেও শেষ হাসি হাসল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট।
এই দু’টি আসনে জয়লাভ করেছেন জোটের প্রার্থীরা। দুমকায় প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী লুইস মারান্ডিকে ৬৪০০ ভোটে হারালেন শিবু সোরেনের ছোট ছেলে বসন্ত সোরেন। বামরো আসনে জিতেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে রাজেন্দ্র সিংয়ের ছেলে জয়মঙ্গল সিং। বিজেপি প্রার্থী যোগেশ্বর মাহাতো বাটুলকে ১৪,০০০-এর বেশি ভোটে হারালেন তিনি।