দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ দাঁড়িয়ে লোকসভা নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দুদিন বাদে লোকসভা ভোট রয়েছে। আমার তো সন্দেহ যে ডিসেম্বরে ওরা ভোট করে দিতে পারে। জানুয়ারিতেও হতে পারে। ওদের কোনও বিশ্বাস নেই!” মমতার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায়না, কারণ অতীতেও বিজেপি তথা এনডিএ সরকার তা করেছে।
অতীতে বাজপেয়ী জমানায় একবার ভোট এগিয়ে এনেছিল বিজেপি। ২০০৩ সালে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়—এই তিন রাজ্যেই ক্ষমতাসীন কংগ্রেসকে পরাস্ত করে বিজেপি ক্ষমতা দখল করেছিল। সেই ফলাফল দেখে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এত উৎসাহী হয়ে যান যে তাঁরা মনে করেন লোকসভা ভোটে তাঁরা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন। ডিসেম্বরে তিন রাজ্যের ভোটের ফল প্রকাশের পর জানুয়ারি মাসে হায়দরাবাদে বিজেপির কর্মসমিতির বৈঠক ডাকা হয়। তার পর লোকসভা ভোট এগিয়ে আনা হয় এপ্রিলে। তবে সে ভোটের ফলাফল বিজেপির জন্য ভাল হয়নি।