দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মহামারীর সময়ে যখন বিরোধী দলগুলি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে সরকারের পাশে দাঁড়িয়েছে, তখন উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপিরই এক বিধায়ক। হার্দোই এর গোপমাউ থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ যোগী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুদান তহবিলে দান করা টাকা ফেরত চেয়েছেন।
নিজের বিধায়ক তহবিল থেকে করোনা সহায়তা ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন শ্যাম প্রকাশ। এখন তিনি ২৫ লক্ষ টাকা ফেরত চেয়ে প্রধান উন্নয়ন কর্মকর্তাকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে হার্দোই জেলা প্রশাসনের বিরুদ্ধে করোনায় ব্যবহৃত সরঞ্জামাদিতে হেরফেরের অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, ‛বিধায়ক তহবিল থেকে দেওয়া অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, এজন্য আমার অর্থ ফেরত দেওয়া উচিত।’
Support Free & Independent Journalism