Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পুজোতে আমন্ত্রণ না পেয়ে তাণ্ডব বিজেপি বিধায়কের, রাগে লাথি মেরে ওড়ালেন পুজোর সামগ্রী!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজোয় আমন্ত্রন না পেয়ে পুজোস্থলে গিয়ে তাণ্ডব চালালেন উত্তরপ্রদেশের বদলাপুরের বিজেপি বিধায়ক রমেশচন্দ্র মিশ্র। রাগে লাথি মেরে পুজোর সামগ্রী ওড়ালেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যোগীর রাজ্যের জৌনপুর জেলার বদলাপুর বিধানসভা এলাকায় ‘শহিদ স্মারক’ নামের একটি প্রবেশদ্বার বানানোর কাজ শুরু হওয়ার কথা ছিল। তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভিতপুজোর কথা ছিল এদিন। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপি বিধায়ক রমেশচন্দ্রকে। সকাল সকাল পুজোস্থলে হাজির হয়ে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসা করতে থাকেন, ওখানে কী কাজ হচ্ছে। এক ব্যক্তি তাঁকে ভিতপুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানান। এরপরেই রাগে অগ্নিশর্মা হয়ে তাণ্ডব শুরু করেন রমেশ। পুজোর সামগ্রী লাথি মেরে এদিক ওদিক ফেলে দেন।

বিধায়কের দাবি, কোনও বিধানসভা এলাকায় এমন কাজে বিধায়ককে আমন্ত্রণ এবং ভিত্তিপ্রস্তরে তার নাম থাকা বাধ্যতামূলক। কিন্তু নাম থাকা তো দূর, আমন্ত্রণই জানানো হয়নি তাঁকে। ফলে রাগের চোটে সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করেন বিজেপি নেতা। এমনকী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নালিশ করবেন, একথা বলতে বলতে এলাকা ছাড়েন তিনি। এই ভিডিও বেরতেই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বকসা ব্লক কংগ্রেস কমিটির চেয়ারম্যান ডঃ প্রভাত বিক্রম সিং বলেছেন, ‘জনতার সেবক হিসেবে এই আচরণ ঠিক নয়। আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে।’

Leave a Reply

error: Content is protected !!