Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুখ খুললে দেশদ্রোহিতার মামলা ঠুকে দেবে, যোগীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের বর্তমান বিধায়কদের কোনও ক্ষমতাই নেই। যোগী আদিত্যনাথের আমলে তাঁরা কেউই স্বাধীন না। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন যোগীর নিজের দলেরই বিধায়ক রাকেশ রাঠৌর। সেই সঙ্গে তাঁর দাবি, সংবাদমাধ্যমের কাছে বেশি কথা বললে তাঁর বিরুদ্ধে হয়তো দেশদ্রোহিতার মামলা ঠুকে দিতে পারে যোগী সরকার।

করোনা পরিস্থিতি মোকাবিলায় উত্তরপ্রদেশের ‘বেহাল’ স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ সীতাপুরের এই বিজেপি বিধায়ক। সীতাপুরে একটি ট্রমা সেন্টারের আবেদন করেও তা চালু করতে পারেননি। এ নিয়ে লখনউতে যোগী সরকারের মন্ত্রী-আধিকারিকদের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। সীতাপুর জেলার হাসপাতালগুলির বেহাল দশা নিয়েও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন রাকেশ।

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!