Friday, November 22, 2024
দেশফিচার নিউজ

উন্নাও কাণ্ডে নয়া মোড়! ধর্ষিতার এক্সিডেন্ট নিছক দুর্ঘটনা, চার্জশিট দিল সিবিআই

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি এক্সিডেন্টের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পেশ করল সিবিআই। তদন্তকারী সংস্থা ধৃত ট্রাক চালক আশিস কুমার পালের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের করেছে। ওই দুর্ঘটনা নিয়ে সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে উড়িয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের সব তত্ত্ব।

সিবিআইয়ের বক্তব্য, বৃষ্টির মধ্যে যথেষ্ট সতর্ক না হয়ে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল বলে গোয়েন্দারা মনে করছেন না। গত ৮ জুলাই উত্তরপ্রদেশের রায় বরেলিতে বড় দুর্ঘটনায় পড়েন উন্নাওয়ের ধর্ষিতা। তিনি নিজে ও তাঁর আইনজীবী গুরুতর আহত হন। তাঁর পরিবারের দু’জন মারা যান।

ধর্ষিতার পরিবারের অভিযোগ, ধর্ষণের দায়ে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারই জেল থেকে খুনের ছক কষেছিলেন। সেজন্যই একটি ট্রাক অভিযোগকারিণীর গাড়িতে ধাক্কা মেরেছিল। দুর্ঘটনার পরে দেখা গিয়েছিল, ঘাতক ট্রাকটির নম্বর প্লেটের ওপরে কালো রঙ করা আছে। এতকিছুর পরে সিবিআই-এর এই চার্জশিট নিয়ে নানা প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!