দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল। বিজেপি বিধায়ক পুস্কর সিং ধামিকেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করল বিজেপি। দেহরাদুনে বিজেপি রাজ্য নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বদল করা হল।
দফায় দফায় মুখ্যমন্ত্রী বদল হচ্ছে উত্তরাখণ্ডে। তিরথ সিং রাওয়াতের পদত্যাগের পরেই উত্তরাখণ্ডে রাজনৈতিক অচলবস্থা তৈরি হয়েছিল। কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো যায় এই নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়েছিল। শেষে পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে দেরাদুনে উড়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেখানে দফায় দফায় বৈঠক হয় রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে। শনিবার সকাল থেকে বিধান পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র সিং তোমর। তাতেই পুস্কর সিং ধামির নাম চূড়ান্ত হয়। তিরথ সিং তোমরের পর পুস্করকেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে বিজেপি।
আর সময় নষ্ট করতে নারাজ বিজেপি। সম্ভবত আজই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ধামি। রাজ্যের ১১ তম মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। দলের সিদ্ধান্ত জানার পরেই পুস্কর সিং ধামি বলেছেন এটা একটা বড় চ্যালেঞ্জ। রাজ্য বাসীর জন্য কাজ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। প্রচর কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী পদে তাঁকে যোগ্য মনে করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। দলের ভালর স্বার্থে কাজ করবেন বলে জানিয়েছেন পুস্কর।
উত্তরাখণ্ডের সবচেয়ে কম সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন তিরথ সিং রাওয়াত। মাত্র ১১৫ দিন মুখ্যমন্ত্রী পদে থাকার পরেই হাল ছেড়ে দেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্যপাল বেবি রানি মৌর্যের কাছে পদত্যাগ পত্র পাঠান তিনি। ত্রিবেন্দ্র সিং রাওয়াতের পদত্যাগের পরেই তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল বিজেপি। কিন্তু তিনিও বেশি দিন কাজ করতে পারলেন না। মাত্র ৪ মাসেই পদ থেকে সরতে হল।
ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বেই উত্তরাখণ্ডে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। সরকার গঠনের পর ত্রিবেন্দ্রকেই মুখ্যমন্ত্রী পদে বসায় বিজেপি। কিন্তু তারপরেই ত্রিবেন্দ্রর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন বিধায়করা। তাঁর কাজের ধরন নিয়ে আপত্তি জানাতে শুরু করেন অন্য বিধায়করা। দিল্লিতে গিয়ে পর্যন্ত ত্রিবেন্দ্রর নামে নালিশ করে এসেছিলেন তাঁরা। তারপরেই দিল্লিতে ডাকা হয় ত্রিবেন্দ্রকে। এবং দিল্লি থেকে ফিরে গিয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।